আগামী বছরেই রাজ্য বিধানসভা নির্বাচন ।  আম্ফান ঝড়ের আবহেই বিজেপি  মাঠে নেমে পড়েছে সরকার গড়ার লক্ষ্যে। তার আগে সময় থাকতে থাকতেই যতটা সম্ভব নিজের ঘর গুছিয়ে নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । তাই এবার নতুন কর্মসূচি আনছে তারা। 

সূত্রের খবর, ২১ জুলাই কী ভাবে পালন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী ৩ জুলাই। আর সম্ভবত ৩ জুলাই এক নতুন কর্মসূচির সূচনা করবেন মমতা ব্যানার্জি । এই নতুন কর্মসূচির নাম ‘সোজা বাংলায় বলছি’ ।

৩ তারিখ বিকাল ৪টের সময় এক ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচি শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সব সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও নেতারা। 

তৃণমূল সূত্রেই জানা গেছে গোটা বিষয়টি ‘পিকে’ বা প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত। তার বুদ্ধিতেই বিজেপির বিরুদ্ধে লড়তে এই বিশেষ ক্যাম্পেন শুরুর সিদ্ধান্ত শাসকদলের। তবে এর দায়িত্ব সামলাবেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেই জানা গেছে। 

এই কর্মসূচি চলবে সোশ্যাল মিডিয়া ও অফলাইনে। তবে এই কর্মসূচীতে মূলত কি কি বিষয় থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে ৩ জুলাই পর্যন্ত।