করোনা আবহের মাঝেই বাল‍্যবিবাহ নিয়ে নড়েচড়ে বসলো হাইকোর্ট। উত্তর চব্বিশ পরগণার এক নাবালিকা পাচার প্রসঙ্গে বিচারপতি বাল‍্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

করোনা আবহের মাঝেই বাড়ছে বাল‍্যবিবাহ। রাজ‍্যে ঠিক কেন বাল‍্যবিবাহ বাড়ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। অভাব-অনাটন নাকি শিশু পাচার নাকি অন‍্য কোনো কারণ তা খতিয়ে দেখতে প্রতিটি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, এমন ঘটনা কি অর্থনৈতিক কারণে ঘটছে? না কি এটাও শিশুপাচারের পন্থা? - তা খতিয়ে দেখতে হবে এসপিদের। সেই সঙ্গে আদালতের নির্দেশ, বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ করতে হবে।

পাশাপাশি এদিন, উত্তর ২৪ পরগনা থেকে পাচার হয়ে যাওয়া এক নাবালিকার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সংবাদপত্রে দেখেছি, স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহারাষ্ট্র পুলিশের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাগদা থানা কোনও পদক্ষেপ করেনি। অভিযোগ দায়েরের পর কী তদন্ত হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের সাহায্য ছাড়া কেন নাবালিকাকে উদ্ধার করা গেলনা তা জানতে চায় আদালত।