সোমবার গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত-চিন সীমান্ত এলাকায়। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত ভারতীয় সেনা জওয়ানদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে সংবাদ সংস্থা থেকে। এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, ক্ষতি এড়াতে পারেনি চিনও। ওই সংঘর্ষে সেদেশে হতাহত কমপক্ষে ৪৩ জন জওয়ান। যদিও চিনের সেনা সূত্র থেকে এব্যাপারে কোনও নিশ্চিত বিবৃতি মেলেনি। সব মিলিয়ে ভারত-চিন সীমান্তের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

যেভাবে ভারত ও চিনের মধ্যে সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রী দফতর থেকে এক টুইটের মাধ্যমে জানানো হল একথা। করোনা সংক্রমণের জেরে এই মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে।