পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে যেমন রয়েছে অল্প টাকা জমা করার সুবিধা তেমনি ভালো সুদও পাওয়ার সুযোগ রয়েছে ৷ রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয়ে থাকে ৷ পোস্ট অফিসের আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ 

এই স্কিমে রয়েছে সরকারী গ্যারান্টিও। মার্কেট লিঙ্কড না হওয়ায় বিনিয়োগকারীদের রিটার্ন এক প্রকার গ্যারেন্টিড ৷ 

আরডি-তে সুদ কম্পাউন্ডিং হিসেবে যোগ করা হয় ৷ ফলে আরডি-র যত বেশি দিনের জন্য করবেন তত বেশি লাভ হবে ৷ পোস্ট অফিস যেখানে আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দিচ্ছে সেখানে ব্যাঙ্ক এর থেকে কম সুদ দিচ্ছে ৷ আরডি-তে প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম আপনি যত ইচ্ছে টাকা জমা করতে পারবেন ৷ এর কোনও লিমিট নেই ৷

প্রত্যেক তিন মাস অন্তর আরডি-র সুদের হার বদল হতে থাকে ও তা আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে ৷ হিসেব অনুযায়ী, ৫ লক্ষ টাকার ফান্ড জমা করার জন্য ১০ বছরের জন্য প্রত্যেক মাসে আপনাকে ৩০০০ টাকা জমা করতে হবে ৷ তবে ৫.৮ শতাংশ সুদ থাকলে এটা সম্ভব হবে ৷ মোট ৩.৬০ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে  এবং সুদ হিসেবে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ১.৪০ লক্ষ টাকা ৷