pic source: the statement

করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে জারি লক ডাউনের ফলে কাজ কর্ম ছেড়ে ঘরে ফিরতে হয়েছে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে। কেউবা হেঁটে, কেউবা বাসে কিংবা লড়িতে বা ট্রেনে ফিরেছে বাড়ি তাঁদের জন্যই প্রধানমন্ত্রীর ভাবনা "গরিব কল্যাণ রোজগার অভিযান"। কাজ না থাকলে কীভাবে চলবে আগামী দিন? সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। 

প্রত্যেক রাজ্যেই ফিরেছে পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু ছয়টি জেলায় এর প্রভাব সবচেয়ে বেশি। ঘরে ফিরে তাঁদের জীবন কাটবে কি করে? কি খাবে? কি রোজগার করবে? কাজ-হারাদের রোজগারের ব্যবস্থা করার উদ্দেশেই মোদি সরকারের এই যোজনা।

জেনে নিন এই যোজনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য-

  • প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা - এই ৬ রাজ্যের মোট ১১৬টি জেলার জন্য এই প্রকল্প।
  • বিহারের তেলিহার গ্রাম থেকে ২০ জন এই প্রকল্পের সূচনা হবে। ভিডিও কনফারেন্সের মারফত এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবে বিহারের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন।
  • এই যোজনার আওতায় থাকা ১১৬টি জেলার গ্রামগুলিও কমন সার্ভিস সেন্টার ও কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই সূচনা-অনুষ্ঠানের সাক্ষী থাকবে।
  • ১২৫ দিনের এই ক্যাম্পেনে পরিযায়ী শ্রমিকদের জন্য ২৫ ধরনের কাজ দেওয়া হবে পরিযায়ীদের। এতে করে তাঁদের সাময়িক সুরাহা মিলবে।
  • এই প্রকল্পের জন্য সরকার ৫০,০০০ কোটি টাকা রবাদ্দ করা হয়েছে।
  • হিসেব বলছে এই ৬ রাজ্যের প্রায় ২৫ হাজার পরিযায়ী ঘরে ফিরেছেন।
  • এই প্রকল্পে সারা দেশের ২/৩ অংশ ঘরে-ফেরা শ্রমিক উপকৃত হবেন।
  • এই প্রকল্প বাস্তবায়নের জন্য একযোগে কাজ করবে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, সড়ক পরিবহণ, খনি, টেলিকম, কৃষি সহ একাধিক দফতর।

Garib Kalyan Rojgar Abhiyaan

Description

Description

The Government of India launched the Garib Kalyan Rojgar Abhiyaan initiative to tackle the impact of COVID-19 on shramik workers in India. It is a rural public works scheme which was launched on 20 June 2020 with an initial funding of ₹50,000 crore.