করোনার ভয়াল কোপে বিধ্বস্ত জনজীবন। বাদ যায়নি রাজ্যেও। এমন পরিস্থিতিতে বেড ফাঁকা থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগী, এমন অভিযোগ প্রায়ই উঠছিল শহরের বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে। তাছাড়াও বেসরকারিতে চিকিৎসা করানোর বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি সমস্যা মেটাতে কোভিড হাসপাতালের বেড সংখ্যা সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইটে দেওয়ার  আজ সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব রাজ্যে  রাজীব সিনহা। 

নবান্নে সাংবাদিক বৈঠকে ঠিক কী কী বললেন মুখ্যসচিব, দেখে নিন-
  • বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালে প্রায় ১০০০ বেড আছে। প্রায় ৫০ শতাংশ বেড এখনও ফাঁকা আছে সেখানে।
  • রাজ্যে হাসপাতালে প্রায় ১০০০০ বেড আছে। এখনও পর্যন্ত প্রায় ৮০০০ বেড ফাঁকা আছে।
  • স্যাটেলাইট হেলথ ফেসিলিটি রয়েছে বেসরকারি হাসপাতালে।
  • করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য। সঠিক পরিষেবা না মেলার অভিযোগ আসছিল।
  • এরপর কোভিড হাসপাতালের বেড সংখ্যা ওয়েবসাইটে জানানা হবে। সরকারি ওয়েবসাইটে গিয়ে বেড-তথ্য জানতে পারেন।
  • বেসরকারি হাসপাতালে পিপিই-চার্জ কমাতে হবে। করোনা পরীক্ষা খরচ কমাতে হবে।
  • কোনও করোনা আক্রান্ত রোগীকে ফেরানো যাবে না।
  • বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসার খরচ কমাতে হবে।
  • করোনা আক্রান্ত রোগী এলে হাসপাতাল গুলি ভর্তি নিতে বাধ্য।