করোনা সংক্রমণের জেরে সারা বিশ্ব আতঙ্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিধান অনুযায়ী হাত ধোয়া, মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাই করোনা জয়ের অন্যতম হাতিয়ার। কিন্তু মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানা হলেও পথে চলতে ফিরতে, দূরবর্তী স্থানে যাতায়ত করলে সময় করে হাত ধোয়া মুশকিল। 

এদিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাত ধোয়ার নিধানকে প্রাধান্যতা দিয়ে রায়গঞ্জ পুলিশের উদ্যোগে রায়গঞ্জ থানার প্রবেশ গেটের নিকটে স্থায়ী হ্যান্ড ওয়াশ বেসিন চালু করেছে। হাত পরিষ্কার করুন, সংক্রমণ থেকে রক্ষা পান-বিশ্ব স্বাস্থ্য সংগঠনের গাইডলাইন, এই উদ্দেশ্য নিয়ে এবং নিয়মিত হাত ধোয়ার প্রচারের জন্য রায়গঞ্জ পুলিশ পুনরায় রায়গঞ্জ পৌরসভার সক্রিয় সহযোগিতায় রায়গঞ্জ থানার প্রবেশ গেটের নিকটে এই স্থায়ী হ্যান্ড ওয়াশ বেসিন চালু করেছে।


রায়গঞ্জ জেলা পুলিশের এসপি এদিন এই স্থায়ী বেসিনের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি, উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি, রায়গঞ্জ পুলিশ জেলা, ডিএসপি ডি ই বি রায়গঞ্জ পুলিশ জেলা, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং অনান্যরা।

রায়গঞ্জ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন এলাকার বিশিষ্ট মানুষেরা।