করোনা ভাইরাস মোকাবিলার কারণে আগামী এক বছর নতুন করে কোনও প্রকল্প শুরু হবে না। এমনটাই জানালো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ২৫শে মার্চ টানা লক ডাউন থাকার পরেও বাগে আনা যায়নি করোনাকে। সময় যতই গড়িয়ে চলছে ততই বাড়ছে সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে করোনার সাথে লড়াই করাই মূল লক্ষ্য। তাই নতুন করে আর সরকারি কোনও প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সমস্ত মন্ত্রককে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন কোনও প্রকল্পের জন্য যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সমস্ত সুপারিশ না করে। 

তবে কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারত প্রকল্প চালু থাকছে। 

অর্থমন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোভিড -১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে" ।

অর্থমন্ত্রক জানিয়েছে, আগামী ৩১শে মার্চ ২০২১ পর্যন্ত বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্প গুলিও বন্ধ থাকবে। তবে, ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে।