SER-20: চারিদিকে করোনা সংক্রমণের মাঝে কিছুদিন আগেও রাজ্যের মধ্যে কোচবিহার জেলা ভালো জায়গায় ছিল। কিন্তু হঠাৎ করেই যেন চিত্রটা উল্টে গিয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়তেই তড়িঘড়ি কোচবিহার জেলার বেশ কয়েকটি জায়গাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমার কন্টেইনমেন্ট এলাকার সংখ্যাই বেশি।
বৃহস্পতিবার দিনহাটা ১ নং ব্লকের বিডিও সৌভিক চন্দ মহাশয়ের নির্দেশে ব্লকের কন্টেইনমেন্ট এলাকাগুলি পরিদর্শনে বেরিয়েছিলেন ব্লক আধিকারিকরা।
দিনহাটা ১ নং ব্লকের কন্টেনমেন্ট জোন পুটিমারী-১ এর জরাবাড়ি, পুটিমারী-২ এর বড়নাচিনা, ভেটাগুড়ি-২ এর বালাডাঙ্গা, মাতালহাট জিপির ভল্কা এলাকাগুলি পরিদর্শন করেন।
উক্ত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এলাকার মানুষজন সামাজিক বিধিনিষেধ মানছেন কিনা বা কন্টেইনমেন্ট জোন হওয়ায় কোনোরকম অসুবিধা হচ্ছে কিনা সেটাই বিশেষ নজরে ছিল। এছাড়াও প্রত্যেক এলাকায় জনসাধারণকে সচেতনতার বার্তাও দিয়েছেন তাঁরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊