আরব সাগরে শক্তিশালী হয়েছে নিসর্গ নামের ক্রান্তীয় ঘূর্ণিঝড়, শীঘ্রই তা আছড়ে পড়তে পারে আর তাই ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা ও গুজরাতের জন্য লাল সতর্কতা জারি করল। পাশাপাশি, কেরল, উপকূলবর্তী কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। 

আইমএমডি-র সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ ঘণীভূত হয়েছে, আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে ঘূর্ণিঝড়। ২ তারিখ থেকে তা উত্তরমুখী হবে, তারপর যাবে উত্তর-উত্তর পূর্ব দিকে। সেখান থেকে তা ঢুকতে উত্তর মহারাষ্ট্রে ও দক্ষিণ গুজরাত উপকূলে।

আরব সাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। 

সতর্কতা জারি করার জন্য হাতে খুব বেশি সময় না থাকায় উপকূলবর্তী এলাকায় চোখে পড়ার মত ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামীকাল ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। ৩-৪ তারিখ ঝড়ের গতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে এমনকি ফুঁসে উঠতে পারে সমুদ্র।