ধীরে ধীরে ছাপিয়ে যাচ্ছে করোনা সংক্রমণ। চিন্তিত দেশের মানুষ। যদিও বিভিন্ন এলাকা বিশেষে সংক্রমণ ঊর্ধ্বমুখী। এদিকে লক ডাউন থেকে আনলকের অথে হেঁটেছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে চেন্নাই সহ ৪ জেলায় চলতি মাসের ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
সোমবার ক্যাবিনেট বৈঠকে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর ও চেঙ্গালপেট জেলায় ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তামিলনাড়ুর লকডাউনে কোথায় ছাড়, কোথায় কড়াকড়ি? দেখে নিন -
- সকাল ৬টা থেকে দুপুর ২ টো অবধি খোলা থাকবে সবজির দোকান, মুদির দোকান, পেট্রোল পাম্প।
- বাড়ি থেকে ২ কিলোমিটার পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। ব্যবহার করতে হবে নিজস্ব গাড়ি।
- জরুরী কাজ ও চিকিৎসার প্রয়োজন ছাড়া বেরনো যাবে না বাড়ির বাইরে।
- খোলা থাকবে হাসপাতাল, ফার্মেসি। করবে অ্যাম্বুলেন্স চলাচল।
- কেবল চিকিৎসার প্রয়োজনে চলবে অটো, ট্যাক্সি।
- কেবল ২৯ ও ৩০ জুন ব্যাঙ্ক খোলা থাকবে। কমাতে হবে কর্মী সংখ্যাও।
- ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে সরকারি অফিস।
- পুলিশ, স্বাস্থ্যকর্মীদের ৩৩ শতাংশ নিয়ে চলবে না। কন্টেনমেন্ট জোন থেকে আসবেন না কর্মীরা।
- সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল থেকে আনিয়ে খাওয়া যাবে খাবার।
- কন্টেনমেন্ট জোন ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে সব পিডিএস দোকান।
- বিয়ে, শেষকৃত্য ইত্যাদির জন্য দেওয়া হবে ই-পাস।
- যাঁরা বাইরের রাজ্য থেকে আসছেন তাঁদের মেনে চলতে হবে নির্দেশিকা।
- খোলা থাকবে কোর্ট, সংবাদমাধ্যম।
- বাড়ি তৈরির কাজ করার ক্ষেত্রে মজুরদের কাজের জায়গাতেই থাকতে হবে।
- খোলা থাকবে কমিউনিটি কিচেন।
Social Plugin