এ বছরের অন্যতম কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাঙালি কন্যা হিমা দাস। একাধিকবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমে দেশের নাম উজ্জ্বল করেছেন তারই স্বীকৃতি হিসেবে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতীয় স্প্রিন্টার।

ইতিমধ্যেই এই বিশেষ সম্মানের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা, অ্যাথলিট নীরজ চোপড়া, কুস্তিগির ভিনেশ ফোগাট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, হকি তারকা রানি রামপাল।

মাত্র ২০ বছর বয়সেই সাফল্যের শিখর ছুঁয়েছেন হিমা। ২০১৮ সালে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে প্রথমবার নজর কেড়েছিলেন তিনি। তারপর একের পর এক পদক এনে দিয়েছেন দেশকে।

অসমের ক্রীড়ামন্ত্রী দুলাল চন্দ্র দাস জানান, গত ৫ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে খেলরত্নের জন্য হিমা দাসের নাম সুপারিশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। তিনি মনোনীত হওয়ায় অসমজুড়ে খুশির হাওয়া।

তাঁর মতো স্প্রিন্টার যে দেশের সম্পদ, তা ভালই জানে ক্রীড়া মহল। তাই হিমাকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ অসমের ক্রীড়ামন্ত্রীর।


অন্যদিকে লোভিলিনা অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জানা গেছে।