Latest News

6/recent/ticker-posts

Ad Code

গলওয়ান উপত্যকায় চিনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মমতার


ভারত এবং চিনের মধ্যে প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। ইদানিং সেই সীমান্ত এলাকাতেই দুই দেশের সেনার মধ্যে চাপানউতোর চলতে চলতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার রাতে গলওয়ান উপত্যকায় চিনের সাথে সহিংস মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই সেনা জওয়ান। সেনা সূত্রের খবর, সংঘর্ষে হতাহত হয়েছে চিনের। সোমবারই দু'পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়। তার পরেই এই হামলা। 

টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “দেশের জন্য কাজ করতে গিয়েশহিদ হওয়া ভারতীয়সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাই। সেই দুঃসাহসী সৈনিকদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের সহায় হোন”।

যদিও,  সংবাদ সংস্থা এএনআই-য়ের  দাবি ২০জন ও পিটিআই এর দাবি ১০জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পূর্ব লাদাখের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তিন সেনাবাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন।


Ad Code