করোনা রুখতে লক ডাউনের মেয়াদ বৃদ্ধি মমতার


দেশজুড়ে চলছে আনলক পর্ব এর মাঝেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে কলকাতা পৌরসভা সহ অফিস আদালত খোলা হলেও অফিস যাত্রীদের হয়রানির স্বীকার হতে হয়েছে। এদিকে রাজ্যেও বেড়েছে করোনা সংক্রমনের সংখ্যা। 

এই প্রসঙ্গে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাতায়াত বেড়েছে, তাই সংক্রমণ বাড়ছে।’ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য। এই পরিস্থিতিতে রাজ্যে সকলকে সাবধানে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০শে জুন পর্যন্ত চলবে বলেই ঘোষণা করেন। তবে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। ধর্মীয় স্থান ও বিয়ে বাড়িতে জন সমাগম এড়িয়ে চলার নির্দেশিকা দেওয়া হয়েছে। 

এতদিন করোনায় মৃতদের দেহ পরিবার দেখার সুযোগ পেত না। সেই নিয়ম পরিবর্তন করছে সরকার, জানান মুখ্যমন্ত্রী। এখন থেকে করোনায় মৃতদের আধ ঘণ্টা দেখার সুযোগ পাবেন আত্মীয়রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। যদিও এনিয়ে আগেই নির্দেশিকা জারি করেছে রাজ্য।