মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়ডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ এখনো চলছে। ঘটনার এক সপ্তাহ পরেও কমেনি আন্দোলনের উত্তাপ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এই স্লোগানেই প্রতিবাদে মুখর হয়ে উঠেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার হোয়াইট হাউসের সামনের রাস্তার নামকরণ পর্যন্ত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ করে দিয়েছেন। 

তবে, এই উত্তাপ শুধু আমেরিকাতেই নয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে এমনকি ভারতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই সরব হতে দেখা গিয়েছে। সাধারন মানুষ থেকে সেলিব্রিটি, ক্রীড়াবিদরাও সামিল হয়েছেন এর প্রতিবাদে। যার আঁচ পড়েছে কলকাতাতেও। 

এদিন, দুনিয়া জুড়ে চলা এই লড়াইয়ের সংহতিতে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখাতে থাকে রাজ্যের শ্রমিক ছাত্র যুব বামপন্থী সংগঠনগুলি। এই বিক্ষোভ কর্মসূচী চলাকালীন পুলিশ লাঠিচার্জকে বিক্ষোভকারীদের ওপর পাশাপাশি, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপর, লাল বাজারে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে বলেও জানা গেছে।