Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোয়ারেন্টাইনের আবাসিকদের খাবার বিতরণ করলেন তৃণমূলের কার্যকরী সভাপতি

ভিনরাজ্যে থেকে আসা পরিযায়ী শ্রমিক বা করোনা উপসর্গযুক্ত সাধারণকে জনবসতি থেকে দূরে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গার কোয়ারেন্টাইন সেন্টারে আবাসিকদের খাবার ঠিকমতো দেওয়া হয়না বলে অভিযোগ উঠছে। কিন্তু এরই মধ্যে অন্য্ চিত্র দেখা গেলো কোচবিহার ১ নং ব্লকের জিরানপুরে। 

সোমবার কোচবিহার ১ ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোঁসাইগঞ্জ এস.এস.কে কোয়ারেন্টাইন সেন্টারে প্রাক্তন সংসদ তথা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতির পক্ষ থেকে এবং স্থানীয় অঞ্চল প্রশাসনের সহযোগিতায় আবাসিকদের মধ্যে দুপুরের খাবার প্রদান করা হল। প্রদান করা খাবারের মেনুতে ছিলো ভাত,ডাল, ভাজা, সব্জি, স্যালাড,মুরগীর মাংস এবং মিনারেল ওয়াটার। আবাসিকদের মধ্যে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান সুজাতা দাস,উপপ্রধান মাম্পি রায়,পঞ্চায়েত সদস্য সঞ্জয় রায়,সুকুমার রায়, তপন রায়, সুশান্ত রায়, দিলীপ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন রুমা দে, মনিকা রায়, হরিপদ বর্মন, কিংশুক দেব, মানন রায় সহ অনান্যরা

Ad Code