কৃষিকাজ করতে দরকার টাকা। এরজন্য কৃষকদের ঋণ পাওয়ার জন্য সরকারের দ্বারস্থ হতে হয়। দ্বারস্থ হলেই তো আর হবে না কৃষকদের কৃষি ঋণ পাওয়ার সুবিধার জন্য KCC বা কিষান ক্রেডিট কার্ড খুবই প্রয়োজনীয়। এই কার্ডের মাধ্যমে সহজে ও স্বল্প সুদের বিনিময়ে কৃষকেরা ঋন পেতে পারে। এই কার্ডের আওতায় হলেই বার্ষিক ৪% সুদের পরিমাণে ঋণ পায় কৃষকেরা। এছাড়াও, শস্য বিমা থেকে সরকারী কৃষি বিষয়ক যন্ত্রপাতি সংগ্রহেও ভরতুকি পেতে এই কার্ডের গুরুত্ব রয়েছে।
কৃষকদের মাথায় রেখেই দিনহাটা ২ নং ব্লকের ADA অফিসে KCC (কিষান ক্রেডিট কার্ড)-এর ফর্ম ফিলাপ আজ থেকে শুরু হল। জানা গেছে, শুধু ব্লক অফিসেই নয় ব্লকের প্রতিটি অঞ্চলে এই ফর্ম পাওয়া যাবে। আগামী ১৫ই জুন ২০২০ পর্যন্ত নিজ নিজ অঞ্চল থেকে এই ফর্ম সংগ্রহ করার সুযোগ রয়েছে।
Social Plugin