করোনার থাবায় সারা বিশ্ব কুপোকাত। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে একদিকে যেমন চলছে বিভিন্ন প্রচেষ্টা তেমনি অন্যদিকে বিজ্ঞানীরাও ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, ইতিমধ্যে রেমডেসিভির প্রথম ওষুধ যা করোনা চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে কোভিড রোগীদের মধ্যে উন্নতি দেখা হয়েছে। প্রাথমিকভাবে হাইডক্সিক্লোরোকুইনে ভরসা রেখে এবার Gilead Sciences Inc’s অ্যান্টি-ভাইরাল ওষুধে অনুমোদন দিল ভারত সরকার।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া একটি বৈদ্যুতিন বিবৃতিতে জানিয়েছে, “রেমডেসিভির জুন মাসের ১ তারিখ জরুরিভাবে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে”।

জিলিড সায়েন্স জানিয়েছিল, রেমডেসিভির করোনা রোগীদের উপর ব্যবহার করে গুরুত্বপূর্ণ কিছু উন্নতি দেখা যাচ্ছে। এই ওষুধ প্রথমে পাঁচদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে তবে ১০ দিনের জন্য যারা পেয়েছেন তাঁদের তরফে কোনও ভালো রেজাল্ট দেখা যায়নি বলেই দাবি তাঁদের। 

আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ও জাপানিজ হেলথ রেগুলেটরসের তরফেও মিলেছে অনুমোদন।