দিনের পর দিন যাচ্ছে লক ডাউনে। ধীরে ধীরে সচল করার পথেও হেঁটেছে সরকার। ৮ই জুন থেকে শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান সহ বেশ কিছু জনসমাগম হয় এমন এলাকা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড়। 

এ দিন ট্যুইট করে রাজ্যপাল রাজ্যয সরকারকে এবিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, "রাজ্যে করোনা আক্রান্ত বাড়ছে। বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। আক্রান্ত, মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে। ৩১মে আক্রান্ত ৫৫০১, মৃত ২৫৩। ৬ই জুন আক্রান্ত ৭৭৩৮, মৃত ৩২৮। কড়া পদক্ষেপ করতে হবে সরকারকে। জনস্বার্থে সিদ্ধান্ত হোক, রাজনীতিতে নয়।" 

অপর একটি ট্যুইটে রাজ্যপাল বলেন, "করোনা টেস্টের কত সংখ্যক রিপোর্ট এখনও অপ্রকাশিত রয়েছে তা এখনও প্রকাশ হয়নি। এটা কি স্বচ্ছতার উদাহরণ! রিপোর্ট প্রকাশের দেরি হওয়ায় টেস্টের ব্যর্থতা নষ্ট হয়ে যায়। শেষ ছয় দিনের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগের পরিস্থিতি বাড়াচ্ছে।" 

সময়ের মধ্যে করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত না হলে বা রিপোর্ট না দেওয়া হলে তাতে আক্রান্ত বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে ট্যুইটও করেছিলেন রাজ্যপাল। 

গত কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে। 

রাজনৈতিক মহল মনে করছে, বিবারের পরপর দু'টি টুইটের মাধ্যমে রাজ্যে করোনা আক্রান্তের পরিস্থিতি যে ক্রমশই ভয়াবহ আকার নিতে চলেছে, তার একপ্রকার ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্যপাল।