করোনার থাবায় সারা দেশজুড়ে চলছে লক ডাউন। সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করাসহ একাধিক বিধি নিষেধ থাকলেও বাগে আসেনি করোনা। আনলক ১ পর্ব চালু হলেও সংক্রমণ দিন দিন বাড়ছেই। বাড়ছে উদ্বেগও। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে আইপিএল ঘিরে। এমনকি টি- টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আশার আলো দেখা যাচ্ছে না। তবে, টি- টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে ওই সময় আইপিএল করতে চায় ভারত বলেই শোনা যাচ্ছে। তবে, বিসিসিআই সূত্রে জানা গেছে, পরিস্থিতি তৈরি না হলে বিদেশীর মাটিতেও আইপিএল করতে প্রস্তুত ভারত। 

বিদেশীর মাটিতেও আইপিএল করতে প্রস্তুত ভারত এই ইচ্ছে জানাজানি হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল করার প্রস্তাব দিল এমিরেটস ক্রিকেট বোর্ড। চলতি বছরে এর আগেও এবিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল আমিরশাহী, শ্রীলঙ্কা। এবার বিসিসিআইকে প্রস্তাব দিয়ে আমরশাহি জানাল, আগেও আইপিএল আয়োজন করেছে আমাদের ক্রিকেট বোর্ড। তাই ভারতীয় বোর্ডকে জানানো হয়, এ বছরের আইপিএল আয়োজনের জন্য আমরা প্রস্তুত। ভারতীয় ক্রিকেটের বোর্ডের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আমরা প্রক্রিয়া শুরু করে দেব।

ক্রিকেট জগতে তেমন নাম না থাকলেও আমিরশাহীতে আবুধাবি ও শারজা এর মত বিশ্ব মানের স্টেডিয়াম রয়েছে। 

এমিরেটস ক্রিকেট বোর্ডের দাবি, অতীতে সফলভাবে বহু দ্বিপাক্ষিক বা বহু দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে আমিরশাহি।২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচনের সময় আমিরশাহিতেই বসেছিল আইপিএলের আসর। তাই আইপিএল আয়োজনের দায়িত্ব পেলে কোনও সমস্যা হবে না তাঁদের।

বিসিসিআই বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের বিষয়ে এখনও চূড়ান্তবাবে কিছুই জানাইনি। তবে বিদেশীর মাটিতে আইপিএল হলে তিনটি পছন্দ রয়েছে ভারতের কাছে শ্রীলঙ্কা, আমিরশাহী ও দক্ষিন আফ্রিকা।