Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় মৃতের স্বজনদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন


করোনার দাপট সারা ভারতে। দিন যতই গড়াচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে এক দিকে করোনার আতঙ্ক অন্যদিকে করোনার জেরে মৃত দেহ নিয়েও দেশ জুড়ে বহু টাল বাহানা দেখা গিয়েছে। নবান্নের তরফে করোনায় মৃতদের জন্য একটি নির্দেশিকা জারি করা হল। 

নির্দেশিকা অনুসারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যে তাঁর আত্মীয় স্বজনদের খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, লাশ একটি স্বচ্ছ প্লাস্টিকে মোড়া থাকবে বলে জানা গেছে নবান্ন সূত্রে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি নির্দেশিকায় জানানো হয়েছে, রোগীর পরিজন যাতে শেষ যাত্রায় করোনা আক্রান্তের মৃতদেহ দেখতে পায় সেই জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে- 
  • করোনা আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যেই পরিবারকে খবর দিতে হবে। 
  • করোনা আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো থাকবে।
  • মৃত্যুকালীন সময়ে যখন মৃতদেহের আত্মীয়-পরিজন তাকে দেখতে আসবে তখন সেই পরিজনদের সংশ্লিষ্ট হাসপাতাল সম্পূর্ণভাবে জীবাণুমুক্তকরণ করার পর মাস্ক ও গ্লাভস সরবরাহ করবে। 
  • মৃতদেহকে দেখার জন্য মাত্র ৩০ মিনিট সময় পাবে পরিজনরা। এরপরে সেই দেহ কে ঘিরে যে সমস্ত ধর্মীয় কর্মসূচি রয়েছে তার সেরে নিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি তাকে দাহ করার প্রক্রিয়া শুরু করতে হবে।

মৃতদেহ কে ঘিরে যে সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান রয়েছে সেগুলি দূর থেকেই সারতে হবে। কোনোভাবেই মৃতদেহের সংস্পর্শে আসা যাবে না। তবে মৃত দেহকে দাহ করা হয়ে গেলে সে ক্ষেত্রে ছাই বা মাটি সংগ্রহ করা যেতে পারে তখন সংক্রমনের কোন ভয় থাকবে না বলেই জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code