Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদের



করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া লক ডাউনের জেরে উচ্চ মাধ্যমিকের তিন দিনের প্রায় পনেরো বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন ২, ৬ ও ৮ই জুলাই সেই পরীক্ষা গুলি হতে চলেছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী তৎপরতার সাথে এগিয়ে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা ছুটি নিতে পারবেন না। এদিন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্যের যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হবে এবং যাঁরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা কোনওভাবেই ছুটি নিতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ছুটি নিতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে। তারপর তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে সংসদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code