শ্বেতাঙ্গ পুলিশ হেফাজতে মৃত্যু কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। এই ঘটনার জেরে আমেরিকার বেশ কিছু জায়গায় অব্যাহত বিক্ষোভ, অগ্নিসংযোগের মতো ঘটনা। নীরব প্রতিবাদেও সরব হয়েছেন অনেকেই।মিনিয়াপলিস থেকে প্রথম বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকাতেও। উত্তাল গোটা দেশের পরিস্থিতি। শুরু হয়েছে গণ-আন্দোলন। গুগল সহ আমেরিকার একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা সেই আন্দোলনে সমর্থন জুগিয়েছেন।
ফ্লয়েড স্মৃতিতে ও প্রাণ হারানো কৃষ্ণাঙ্গদের সম্মান জানাতে নিজ সংস্থার কর্মচারীদের নীরবতা পালনের পরামর্শ দিয়েছেন 'আলফাবেট'-এর সিইও সুন্দর পিচাই। এক বিবৃতিতে 'আলফাবেট'-এর সিইও সুন্দর পিচাই বলেন, আমাদের কৃষ্ণাঙ্গ সম্প্রদায় আহত। আমরা যা বিশ্বাস করি, তার পক্ষে দাঁড়ানো এবং যাঁদের ভালবাসি তাঁদের প্রতি সহমর্মিতা দেখানোর রাস্তার খোঁজ করে চলেছেন সকলেই।
তিনি আরও জানান, গতকাল, আমি কয়েকজন কৃষ্ণাঙ্গ নেতার সঙ্গে দেখা করেছি। আমরা এখান থেকে কীভাবে এগবো তা নিয়ে আলোচনা করেছি। গুগলের তরফে কীভাবে অবদান রাখা সম্ভব সেই নিয়ে কথা বলেছি। একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী কয়েক সপ্তাহ ও মাসে কোথায় ও কীভাবে আমরা আমাদের শক্তি এবং সংস্থানের প্রয়োগ করব, সেই নিয়ে পর্যালোচনা চলছে।
৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গদের শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন পিচাই। এই দীর্ঘ সময় ধরেই মৃত্যুর আগে অমানবিক কষ্ট পেয়েছিলেন জর্জ ফ্লয়েড তাই এই দীর্ঘ সময় ধরেই নীরবতা পালন করার সিদ্ধান্ত।
আলফাবেট সিইও-র আবেদন, আপনাদের দেশে বা সম্প্রদায়ে যদি মনে করেন এমনভাবে কাউকে হারিয়েছেন, তাহলে গুগলের সঙ্গে আপনিও এই নীরবতা পালনে যোগ দিতে পারেন।
বর্ণবিদ্বেষ দূরীকরণে কাজ করে চলা সংগঠনগুলিকে ১২ মিলয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেছেন পিচাই। প্রসঙ্গত, গত পাঁচ বছরে এই খাতে গুগল ৩২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊