Former Indian cricket captain Mahendra Singh Dhoni spends time driving a tractor
বাইকের পর এবার ট্রাক্টর। লকডাউনে বিভিন্ন তারকার ভিন্ন ভিন্ন প্রতিভা দেখা গেছে। এবার সেই ধারায় যোগ হলো ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ট্রাক্টর চালানো।
বাইকের পর এবার ট্রাক্টর। লকডাউনে বিভিন্ন তারকার ভিন্ন ভিন্ন প্রতিভা দেখা গেছে। এবার সেই ধারায় যোগ হলো ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ট্রাক্টর চালানো।
রাঁচিতে তাঁর ফার্মহাউজে ট্রাক্টর চালিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
কিছুদিন আগে ধোনির বাইক চালানোর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেটি তাঁর স্ত্রী সাকসি ইনস্টাগ্রাম লাইভে দেখিয়েছিলেন। এবার ফার্মহাউজে ট্রাক্টর চালানোর ভিডিওটি প্রকাশ্যে এল চেন্নাই সুপার কিংস (CSK)-র অফিসিয়াল টুইটার পেজে। আসুন দেখে নেই সেই ভিডিও-
#Thala Dhoni meets Raja Sir in his newest beast! 😍 #HBDIlayaraja #WhistlePodu pic.twitter.com/dNQv0KnTdP— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊