A new Messenger Rooms feature has come on WhatsApp, through which video or audio calls can be made to 50 people simultaneously.

একসঙ্গে অনেক জন ভিডিও কল করে কথা বলতে চান? তবে আপনি এখন সহজেই WhatsApp-এর মাধ্যমে তা করতে পারেন। ফেসবুক তার ইউজারদের জন্য আগেই নিয়ে এসেছে মেসেঞ্জার্স রুমস ফিচার। এর মাধ্যমে ৫০ জনকে এক সঙ্গে গ্রুপ ভিডিও কল করা যায়। একই ফিচার তারা নিয়ে এসেছে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। 

বেশ কিছুদিন আগে জুম ভিডিও কল অ্যাপ নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে সুরক্ষিত অ্যাপ নয়। এরপরেই মাঠে নামে গুগল, ফেসবুক, হোয়াটসআঅ্যাপ। প্রথমে ফেসবুকের মেসেঞ্জার্স রুমস ফিচার আসে এরপর এখন হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। আগে থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যেত। প্রথমে ৪জন পরে তা ৮জনেও করা হয়েছিল। এখন এই হোয়াটসঅ্যাপে ৫০জন একসঙ্গে কথা বলতে পারবেন। 

এক সঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করবেন কীভাবে? জেনে নিন
  • হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুম করতে হলে আপনার কাছে লেটেস্ট ভার্সন থাকতে হবে। আপডেটেড থাকতে হবে ফেসবুক মেসেঞ্জার।
  • প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে কলের অপশন সিলেক্ট করুন।
  • ক্রিয়েট এ রুম অপশন ক্লিক করুন।
  •  এরপর কন্টিনিউ ইন মেসেঞ্জার অপশনে গেলেই খুলে যাবে মেসেঞ্জার অ্যাপ।
  • এরপর ক্লিক করুন ট্রাই ইট, হোয়েন প্রম্পটেড-এ।
  •  ক্লিক করুন ক্রিয়েট রুম-এ। রুমের একটি নাম রাখুন।
  • এবার ক্লিক করুন সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপে। এতে ফের খুলে যাবে হোয়াটসঅ্যাপ।
  • এবার এই রুমের লিঙ্ক কন্যাক্ট বা গ্রুপে শেয়ার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে রুমস-এ যোগ দিতে হলে

  • হোয়াটসঅ্যাপে আসা রুম লিঙ্কে ক্লিক করুন।
  • ওই লিঙ্ক আপনাকে নিয়ে যাবে মেসেঞ্জার অ্যাপ বা ওয়েবসাইটে।
  • এবার রুমে যোগ দিলেই এক সঙ্গে ৫০ জনকে ভিডিও বা অডিও কল করতে পারবেন।