১৫ই জুন গভীর রাতে ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মুখোমুখি সংঘর্ষে ২০জন ভারতীয় জওয়ান শহীদ হন। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থঅয় হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। এরপরেই শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

চিনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’

'গালওয়ানে অনুপ্রবেশ ঘটেনি,' বলছেন প্রধানমন্ত্রী, 'তাহলে কেন জওয়ানদের মৃত্যু?' প্রশ্ন মহুয়া মৈত্রর। ট্যুইটারে মহুয়া মৈত্র লেখেন, "সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন গালওয়ানে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায় আলোচনা? কেন এই মৃত্যু?