সুরশ্রী রায় চৌধুরীঃ 

লাদাখ তো উত্তপ্ত রয়েছেই, এবার আবার জম্মু কাশ্মীরেও অশান্তির আঁচ। গুলি করে পাক ড্রোন নামাল বিএসএফ। রাঠুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তে ওড়ার সময় শনিবার ভোর ৫.১০ মিনিটে বিএসএফ জওয়ানরা গুলি করে পাকিস্তানের ওই ড্রোনটিকে নামান।

সূত্রের খবর, ড্রোনটি নামানোর পর তা থেকে এম-৪ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট ও ৭টি গ্রেনেড উদ্ধার হয়েছে। শনিবার সকালে সীমান্ত এলাকায় রুটিন পেট্রোলিং চালাচ্ছিল বিএসএফ। কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সংলগ্ন এলাকায় ড্রোনটিকে উড়তে দেখা যায়। তখনই গুলি করে ড্রোনটিকে নামানো হয়।

ড্রোনটির ভিতর থেকে আলি ভাই বলে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। কে এই আলি ভাই, তার খোঁজ চলছে।