করোনায় বেহাল দশা পাকিস্তানের। একদিকে করোনার থাবা অন্যদিকে খাদ্য সংকট। এই সংকটে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়েছেন প্রাক্তন পাক এই ক্রিকেটার। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবা করে চলেছেন বুমবুম ও তাঁর সংস্থা শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন। পাক মুলুকের বিভিন্ন শহর ও গ্রামে খাদ্যসামগ্রী, বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে এই ফাউন্ডেশন। এমনকি এক মন্দিরে গিয়েও খাবার বিতরণ করতে দেখা গেছে তাঁকে। দীর্ঘদিন ধরে যিনি সাধারণের সেবায় ব্রতী, সেই তারকা এবার করোনায় আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অনুরাগীরা। 


এদিন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজে করোনা পজিটিভ বলে জানান। তিনি লেখেন, 'গত বৃহস্পতিবার থেকেই শরীরটা ভাল লাগছিল না। গোটা দেহে অসম্ভব যন্ত্রণা করছিল। তারপরই করোনা টেস্ট করি। এবং দুর্ভাগ্যবশত টেস্টের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আপনারা প্রার্থনা করুন আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি।' 

তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তদের প্রত্যেকে।