ভূত, ঘোস্ট এসব দেখতে বরাবরই মানুষের আগ্রহ তুঙ্গে থাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভূতের ভিডিও মানুষের মন কেড়ে নেয় তা বোঝাই যায়। এমনি এক কান্ড ঘটেছে ঝাঁসিতে। সেই ঘটনার ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, জিমের একটা সুইং কোনো মানুষের অনুপস্থিতিতেই ঘুরে চলেছে নাগাড়ে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আতঙ্ক ছড়ানোর পরেই আসরে নামে পুলিশ। পুলিশ অবশ্য তদন্ত করে জানিয়েছে, গোটাটাই ভুয়ো।
একদলের দাবি এই ভিডিওটি আদতে উত্তরপ্রদেশের ঝাঁসির কাশিরাম পার্কের। আবার অন্যদলের দাবি ক্লিপটি দিল্লির রোহিনীর জাপানিজ পার্কের।
জিম পাগল ভূতের কথা উড়িয়ে দিয়ে পুলিশের বক্তব্য, সুইংয়ে অতিরিক্ত গ্রিস দেওয়া ছিল। সেই কারণেই স্বয়ংক্রিয়ভাবে ঘুরে চলছিল এই সুইংটি।
দেখুন ভিডিও-
viral video
ভূতুরে জিমিং চেয়ার- রাত দুটোয় একা একাই চলছে। #ভাইরালভিডিও #Viralvideo www.sangbadekalavya.in
Fitness freak ghost 👻?@jhansipolice got a tip off about an open gym being used by ghosts!Team laid seige & soon found t real ghosts-Some mischievous person made video of moving swing & shared on #socialmedia. Miscreants will b hosted in a ‘haunted’ lockup soon #NoHostForGhost pic.twitter.com/JUaYt4IJMS— RAHUL SRIVASTAV (@upcoprahul) June 12, 2020
Social Plugin