সারা দেশে চলছে আনলক ১। অর্থাৎ ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার প্রাথমিক ধাপ। নিয়মশৃঙ্খলা শিথিল হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। যদিও গোটা দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে আগামী দুমাসের মধ্যেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেখা যাবে। আর এইসব বিবেচনা করে সম্পূর্ণ বিপরীত রাস্তায় হেঁটে আগামী দু'সপ্তাহের জন্যে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল মিজোরাম। আজ মিজোরাম সরকারের তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে যে, আগামী দু'সপ্তাহের জন্যে সম্পূর্ণ ভাবে লকডাউন ঘোষণা করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ৯ তারিখ মধ্যরাত থেকেই এই লকডাউন কার্যকর হবে। মিজোরামের সমস্ত শহর এবং আইজোলে আগামী দু'সপ্তাহের জন্যে বলবত থাকবে এই লকডাউন। সম্প্রতি মিজোরামে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনার নমুনা পাওয়া গিয়েছে। তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্তের ঘোষণা করেন। পাশাপাশি, কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ দিন থেকে বাড়িয়ে ২১ দিন করা হয়েছে।
Mizoram to go into total lockdown for two weeks from June 9 midnight https://t.co/14a3Zsl8GL— Republic (@republic) June 8, 2020
Social Plugin