লকডাউনে স্কুল-কলেজ বন্ধ হয়ে আছে প্রায় আড়াই মাস থেকে। এর ফলে বেসরকারি বিদ্যালয়গুলি প্রচুর সমস্যায় পড়েছে। লকডাউন পরবর্তী স্কুল খোলা ও অন্যান্য বিষয় নিয়ে রবিবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের অন্তর্গত শিবনগর, আল-হাদি মিশনে UNAIDED PUBLIC SCHOOL ASSOCIATION (UPSA) এর ফারাক্কা ব্লকের প্রায় ৫০ এর অধিক কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নিয়ে হয়ে গেল এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার এজাজ আহমেদ, আজমেরুল সেখ, আনিকুল মিঞা, অসিকুল ইসলাম প্রমুখ।

ফারাক্কা ব্লকের সভাপতি জনাব আব্দুল হালিম জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির বিভিন্ন দাবি দেওয়া আদায় করার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যে দিনের পর দিন দোকান পাট, শপিং মল, হাট বাজার, অফিস আদালত সমস্থ প্রায় দিনের পর দিন খুলে যাচ্ছে। কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি না খোলার ফলে এক দিকে যেমন ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়েছে, অপর দিকে শিক্ষক-শিক্ষিকাগণ হয়েছেন কর্মহীন। এমত অবস্থায় সরকারের কাছে বিভিন্ন বিষয়ে দাবি তুলা হয় যেমন: 

  • ১) খুব শীঘ্রই কোচিং সেন্টার ও বেসরকারি স্কুল গুলোকে খোলার ব্যবস্থা করতে হবে। 
  • ২) ছোট খাটো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এককালীন আর্থিক সহযোগিতা করতে হবে। 
  • ৩) Lock Down period প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে প্রতি মাসে কমপক্ষে ৫০০০ টাকা অনুদান দিতে হবে। 
  • ৪) ৬০ বছর বয়স্ক শিক্ষক-শিক্ষিকাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। 
  • ৫) লক ডাউন period এ School Land Rent and Electric Bill মুকুব করার ব্যবস্থা করতে হবে। 

ফারাক্কা ব্লক সম্পাদক শাহাদাত হোসেন প্রতিটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে UPSA এর সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।