নিজেদের অধিকার অর্জনের লড়াই এর সাথে লড়াই এ থাকা মানুষের পাশে বিজিটিএ


একদিকে নিজেদের দীর্ঘ দু দশকেরও বেশী সময়ের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আবার অন্যদিকে অম্ফান পরবর্তী সময়েও লকডাউনে অসহায় মানুষের পাশে রাজ্যের সর্ব বৃহৎ শিক্ষক সংগঠন বিজিটিএ আজ হুগিলী জেলায় সম্পন্ন করলো তাদের ত্রানকার্য।


ছোট মোল্লাখালির ৫ টি গ্রামে দুস্থ অসহায় মানুষের পাশে ত্রান-সাহায্য নিয়ে উপস্থিত ছিলেন বিজিটিএ হুগলি জেলা কমিটির সদস্য সঞ্জীব কুমার চ্যাটার্জি এবং শুভম মজুমদার।এনারা বলেন," মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সংগঠন ৫ লাখ টাকা সাহায্য দেওয়ার পরেও আমরা সারা রাজ্যে দফায় দফায় বিভিন্ন জেলা জুড়ে এই ত্রান কার্য সম্পাদন করছি।এ আমাদের নইতিক কর্তব্য। " 


অন্যদিকে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন এর রাজ্য সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন,"লড়াই করে জীবন টিকিয়ে রাখা মানুষের লড়াই এর পাশে আমাদের সংগঠন নীতিগতভাবেই প্রথম থেকে ছিলো, আজও আছে।আমরা নিজেদের অধিকার অর্জনের জন্য যে লড়াইতে সামিল হয়েছি,এবং হাইকোর্ট ও যেভাবে তাতে সিলমোহর দিয়েছে,তাতে করে আমরা নিশ্চিত লড়াই করেই আমরা আমাদের "পাস টিচার" তকমা ঝেড়ে ফেলে দিয়ে গ্র‍্যাজুয়েট টিচার্স এ উন্নিত হবোই।"

রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন," জেলায় জেলায় ত্রান-সাহায্য কর্মসূচির পাশাপাশি কোর্ট খুললেই আমরা আবার ঝাঁপিয়ে পড়বো,এবং সরকার যেন মনে রাখে আমরা আবারও লাখো শিক্ষক শিক্ষিকা নিয়ে রাস্তায় নামতেও পিছপা হবোনা।"