ভারতে এখনো পর্যন্ত সেভাবে করোনা বিস্ফোরণ না ঘটেনি বলে দিন কয়েক আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনা আক্রান্তের সার্বিক চিত্র অন্য কথাই বলছে, যা রীতিমতো উদ্বেগের। ৭ জুন, ২০২০ এর Press Information Bureau (PIB) এর সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬২৮ জন, যার মধ্যে সক্রিয় ১,২০,৪২৬ জন। এই সংখ্যার নিরিখে ভারত বিশ্বে করোনা আক্রান্তের দিক দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলো। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখের কাছাকাছি। এরপর ব্রাজিল, রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য।
.
যেভাবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা রীতিমত চিন্তার বিষয়। PIB এর তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ৬,৯২৯। ভারতের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ৮২,৯৬৮ টি, মৃত ২,৯৬৯। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭,৭৩৮ টি যার মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। ভারতের মধ্যে সিকিমে এখনো পর্যন্ত করোনার করল ছায়া সেভাবে পড়েনি (আক্রান্ত মাত্র ৭) ।
#COVID19Update
— PIB India (@PIB_India) June 7, 2020
▪️ 1,19,293 Cases Recovered
▪️ 1,20,406 Active Cases
Here's the State-wise Updated #Covid19 situation in the country🔽 pic.twitter.com/FnSgrmU04a
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊