Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ ঝাড়ে আটকে পাথর বোঝাই ডাম্পার


দিনহাটা ২ং ব্লকের কিশামত দশগ্ৰামের অঞ্চলে খেরবাড়ীহাট বাজার থেকে মহাকালহাট হয়ে বামনহাট পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ও মেরামতির নতুন পিচ রাস্তার কাজ চলছে। মাঝে লক ডাউনের জন্য কাজ বন্ধ থাকলেও এখন আবার জোড় কদমে কাজ চলছে, এই রাস্তার কাজের জন্যই ডাম্পারগুলি পাথর পরিবহন করছে l 

আজ সকালের দিকে খেরবাড়ীহাট থেকে মহাকাল যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি পাথর বোঝাই ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার পাশে একটি বাঁশ ঝাড়ে আটকে যায়। ফলে সেই জায়গায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে সমস্যার সৃষ্টি হয়। পথ চলতি মানুষ ও অন্যান্য যানবাহন চরম ভোগান্তিতে পড়ে। 

পরে JCB এসে ডাম্পারটি খালি করে এবং ডাম্পার টিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। ঘটনাস্থলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় সাময়িক যাতায়াতের অসুবিধা হলেও পরে ডাম্পারটিকে সরিয়ে অবস্থা স্বাভাবিক করা হয় l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code