Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেব


করোনার গ্রাসে বিপর্যস্ত দেশ। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে হচ্ছে। কেউবা হেঁটে, কেউবা সাইকেলে, কেউবা ট্রাকে করে ফিরছে ঘরে। যদিও, সরকারের পক্ষ থেকে ট্রেন, বাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, সেই সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হয়েছে সেই চিত্র অনেক বার ফুটে উঠেছে খব্রের পাতায়। দুর্ঘটনার সম্মুখীন হয়ে হয় আহত নয়তো নিহত হতে হয়েছে অনেক শ্রমিককে। 

করোনার জেরে এই লক ডাউনের মাঝেই হাতির মুখে বাজি ফেটে মৃত্যু সহ একাধিক ঘটনা সামনে এসেছে। সবকিছু নিয়ে এত মাতামাতি করলেও পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ কোনও হ্যাশট্যাগ বা পোস্ট কিছুই করেনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের রাগ উগরে দিয়েছেন টেলি অভিনেতা দেব। নিজের সোশ্যালে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার কলম ধরেছেন তিনি। 

নিজের ইন্সটাগ্রাম পোস্টে দেব পরিযায়ী শ্রমিকদের নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তাঁর কথায়, আমি দেখছি ভারতে বহু সেলিব্রিটি হাতি মৃত্যু থেকে জর্জ ফ্লয়েড এর ঘটনা নিয়ে সরব হয়েছেন। যদিও কেউ ভিন রাজ্য থেকে নানান দুঃখ দুর্দশা নিয়ে ঘরে ফিরছেন তাঁদের নিয়ে কেউ হ্যাশট্যাগ দিচ্ছে না। এনিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা দেব।
View this post on Instagram

M sorry but I just had to post this🙏🏻

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code