৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পৌরসংস্থার উদ্যোগে আয়োজিত 'রি-গ্রিনিং কলকাতা'র শুভ সূচনা হল। 

একদিকে করোনা অন্যদিকে আম্ফানের দাপটে বিপর্যস্ত রাজ্য। মূলত দক্ষিণবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। আম্ফানের তাণ্ডবে ভেঙ্গে গেছে বহু গাছ, নষ্ট হয়েছে প্রাকৃতিক পরিবেশ। তাই বিশ্ব পরিবেশ দিবসে আমফান পরবর্তী পরিস্থিতিতে বাংলার সবুজ বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ রোপণ এবং সরকার ও কলকাতা পৌরসংস্থার উদ্যোগে 'রি-গ্রিন কলকাতা' কর্মসূচির মাধ্যমে কলকাতায় ৫০,০০০ বৃক্ষ রোপণের শুভ সূচনা করা হল হরিশপার্কে। 

আমরা অবুঝ নয়, সবুজ চাই।

জানা গেছে, আগামী ১৪ই জুলাই থেকে সারা বাংলা জুড়ে সাড়ে তিন কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন, এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ পার্কে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রথম বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচীর শুভরাম্ভ হয়। পাশাপাশি, উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চিফ সেক্রেটারি রাজীব সিনহা প্রমুখ। সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচী নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মমতার সরকার।