শর্ট ফিল্ম "অপেক্ষা" সুপারহিটের পরে ফিল্মি টেক প্রডাকশন এর কর্নধার তথা পরিচালক উদয়ন চক্রবর্তী একান্ত সাক্ষাৎকার এ জানান, উওরবঙ্গে প্রতিটি ঘরে ঘরে প্রতিভাবান শিল্পী আছে, বিভিন্ন কারনে প্রতিভা গুলো ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে আছে, অনেক প্রতিভা বিলিন ও হয়ে গেছে, সেই সব প্রতিভা গুলোকে সন্মান এর সাথে মর্যাদা দেওয়া, পরিচালক উদয়ন চক্রবর্তীর বর্তমান উদ্যোগ৷ 

অপেক্ষার পরবর্তী ছবি কি আসছে , সেটা জানার জন্য উদ্বিগ্ন গোটা শিল্প মহল , 

পরিচালকের কাছে জানতে চাইলে , তিনি চা এ চুমুক দিয়ে মুচকি হেসে বলেন, 

কিছু সম্পর্ক শুধুই সম্পর্ক? না
বেঁচে থাকার আর একটা অধ্যায়....
তবুও
নেই প্রতিশ্রুতি, নেই অভিযোগ, নেই 
ভালোবাসা, 
নিরবতার হাসির অর্থ বোঝা বড়ই ভার....৷৷
আপনারা যাকে বলেন , "ডিপ্রেশন"