Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘ভগবান শ্রীকৃষ্ণই করোনাকে পাঠিয়েছেন’-কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে




‘ভগবান শ্রীকৃষ্ণই করোনাকে পাঠিয়েছেন’। গত শনিবার এক টিভি চ্যানেলর আলোচনাসভায় গিয়ে উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা সূর্যকান্ত দশমানা এমনই বলেছিলেন। 

তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় এরকম মন্তব্যের ক্লিপিংস শেয়ার হতেই নেটিজেনরা সমালোচনা মুখর হয়ে ওঠে। 

এভাবে ট্রোলড হয়ে স্বভাবতই কোণঠাসা কংগ্রেস নেতা সোমবার ড্যামেজ কন্ট্রোলে উঠেপড়ে লাগেন। এরপর সংবাদ সংস্থা এএনআই-কে এক বিবৃতিতে জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলতে চেয়েছেন, এই পৃথিবীতে যা ঘটছে তার সবকিছুই ঈশ্বর দেখছেন।

এরপর তিনি বলেন, “আমি উদাহরণ দিয়ে বলেছি যে কৃষ্ণ সব জায়গায় আছেন। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কী করোনা আসতে পারে? এই পৃথিবীতে যাই ঘটুক না কেন তা ইশ্বর দেখছেন।” 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code