এবার ঘরে থেকেই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে কোন হাসপাতালে কোভিড-১৯ (COVID-19) চিকিৎসার বেড (Bengal Hospital COVID Beds) খালি আছে ।
পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এই ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের (West Bengal Coronavirus) স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট যেমন জানাচ্ছে বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্যে বরাদ্দ ১০,৩১৩ টি বেডের মধ্যে ৮,২২৫ টি বেড খালি রয়েছে।
শুধু সরকারি হাসপাতালগুলোই নয়, আজ (শুক্রবার) থেকে সমস্ত বেসরকারি হাসপাতালগুলোও জানাবে কতগুলো করোনা চিকিৎসার বেড খালি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নির্দেশ মতো সমস্ত বেসরকারি হাসপাতালগুলো মিলিয়ে ১,০০০টি বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যে বরাদ্দ রাখতেই হবে।
এবার থেকে কোভিড-১৯ চিকিৎসার জন্য রাজ্য সরকার নির্বাচিত হাসপাতালগুলির কোথায় কত খালি বেড রয়েছে তা দেখা যাবে এই লিঙ্কে:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊