Latest News

6/recent/ticker-posts

Ad Code

দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'তুমি আমায় ডেকেছিলে'

দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'তুমি আমায় ডেকেছিলে'

কবিগুরুর গানে মধুর কন্ঠ। হ্যাঁ, ঠিক শুনেছেন। এবারে শিল্পী পৃথা দাসগুপ্তের কন্ঠে দর্শকদের জন্য মুক্তি পেল "তুমি আমায় ডেকেছিলে" নতুন গান। পৃথা দাসগুপ্ত সঙ্গীত জগতে বেশ জনপ্রিয় একজন শিল্পী। এর আগেও তার কন্ঠে মুক্তি পেয়েছিল "ও যে মানে না মানা" রবীন্দ্র সংগীত। দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই গানে। আর তাই দর্শকদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল নতুন গানের জন্য। শিল্পী পৃথা দাসগুপ্ত সেই প্রত্যাশা পূরন করলেন তাঁর নতুন গান "তুমি আমায় ডেকেছিলে" এর দ্বারা। 

পরপর দুটি হিট রবীন্দ্র সংগীত মুক্তির পর শিল্পী পৃথা দাসগুপ্ত ভাবছেন আরো কিছু ভালো গান তাঁর শ্রোতাদের উপহার দেবেন। তবে তিনি জানান যে কবিগুরুর গান তাঁর জীবনের বেঁচে থাকার বিশেষ অঙ্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code