Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমফানের ত্রাণের টাকার দুর্নীতি রুখতে কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, অভিযোগ উঠলেই শোকজ


ত্রাণ নিয়ে দলবাজি মানবেন না তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি রুখতে এবার আরও এক ধাপ এগিয়ে পঞ্চায়েত স্তরে কমিটি গঠন করার নির্দেশ দিলেন তিনি। আম্ফানের ত্রাণ নিয়ে ত্রাণ লুঠপাটের অভিযোগ প্রকাশ্যে এসেছে। তারপরেই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রত্যেক জেলার জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে কমিটি গঠন করতে হবে।

এই কমিটির কাজ থাকবে যেসব উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে তারাই প্রকৃত উপভোক্তা কি না তা যাচাই করা। 

সাতদিনের মধ্যে কমিটির প্রতিনিধিদের সঠিক তালিকা তৈরি করে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় স্বজনপোষন করা হলে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, আমফানের ত্রান নিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রথমে শোকজ করা হবে। তারপর দলীয় তদন্তে অভিযোগ প্রমাণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত। দরকারে বহিষ্কার। দলের সভাপতিদের বৃহস্পতিবার সাফ জানিয়ে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code