আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। সিবিএসই পরীক্ষা নিয়ে আজ শুনানি শেষে একথা জানায়িছে সুপ্রিম কোর্ট। তবে, নম্বর দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতি মানতে হবে। 

সিবিএসই এবং আইসিএসই বোর্ড সুপ্রিম কোর্টকে জানায় যে বোর্ডের ফলাফল জুলাইয়ের মধ্যভাগে ঘোষণা করা যেতে পারে।


৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে। বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। 


৩টির বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর। অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। 


একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর।


গড় নম্বরে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।