Latest News

6/recent/ticker-posts

Ad Code

SFI DYFI এর উদ্যোগে বিনামূল্যে সব্জি বাজার, 'মিলন বাজার'-উপকৃত তিন শতাধিক পরিবার




আজ আয়োজিত হল হাবরা শহর আঞ্চলিক কমিটির অন্তর্গত SFI DYFI বানীপুর এর উদ্যোগে বিনামূল্যে সব্জি বাজার, 'মিলন বাজার' এর দ্বিতীয় পর্ব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- আজ উপকৃত হলেন ৩২০ টি পরিবার। এর আগের পর্বে ২৩২ টি পরিবারের হাতে সব্জি  তুলে দিয়েছিল এই সংঘটন।   এই বাজার থেকে মানুষ বাড়ি নিয়ে যেতে পারলেন আলু, পেঁয়াজ, লঙ্কা, কুমড়ো,পটল এর মত সব্জি এবং সোয়াবিন এর প্যাকেট।

এছাড়াও এর আগে মানুষের বাড়ী বাড়ী চাল ও ডাল, মশলা তুলে দেওয়া হয়েছে ৪০০০ এর বেশি পরিবারকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code