রক্তদান মহত্‍ দান- সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়ে তুললেন UUPTWA, দুর্গাপুর মহকুমা কমিটি


গৌতম সাহা,দুর্গাপুরঃ
ঐতিহাসিক হুল দিবসের পুণ্য তিথিতে "রক্তদান মহত্‍ দান"- এই স্লোগানকে মূলমন্ত্র করে গত বছরের মতো এবছরেও আজ সকাল ১০ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর শহরে অবস্থিত বেনাচিতির লায়ন্স ক্লাবে।জনহিতকর এই উদ্যোগে ক্লাবটির পাশে দাঁড়াল অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA,দুর্গাপুর সাবডিভিশন কমিটি।করোনা পরবর্তী সংকট ও গ্রীষ্মকালীন রক্ত সঙ্কটের কথা ভেবে রক্তদানের আয়োজন করা হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।করোনা সংক্রমণের মোকাবিলায় প্রায় তিন মাসের অধিক হতে চলল লকডাউন চলছে।বেশীর ভাগ মানুষ আজও গৃহবন্দী। চিকিৎসা করতে আসা মানুষকে নানা ঝামেলায় পড়তে হচ্ছে,সঙগে রক্ত সংকটের বড় সমস্যা কারণ লকডাউনের ফলে করোনা আবহাওয়ায় রক্ত দাতারা কোন রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করতে সাহস পাচ্ছেন না। ঠিক এই অবস্থায় সমস্ত সাবধানতা মেনে সামাজিক দুরত্ত্ব,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজের ব্যাবস্থা করে রক্ত দাতাদের সুরক্ষার ভরোসা জোগালেন প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA, দুর্গাপুর সাব-ডিভিশন কমিটির শিক্ষক-শিক্ষিকারা।ফলে রক্ত দাতারা নির্ভয়ে রক্ত দান করে গেলেন এই শিবিরে।আজ প্রায় ৩৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করলেন।প্রসঙগত রক্তদাতারা সকলেই এই অঞ্চলের প্রাথমিক শিক্ষক- শিক্ষিকা।

উদ্যোগতাদের তরফ থেকে প্রাথমিক শিক্ষক ভাস্কর ঘোষ জানালেন গত বছর থেকেই এই মেহনতী কাজে তারা নিজেদেরকে সমর্পণ করেছেন।শিক্ষক হিসাবে কেবল বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে নিজেদের কে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর পরিবেশে তেনারা সামাজিক কর্সকান্ডের সঙগে নিজেদের কে সমর্পিত করবেন।আগামী দিনে তাদের ছাত্রছাত্রীদের বাবা-মা দের উদ্বুদ্ধ করে এই রকম রক্তদান শিবিরের আয়োজন করবেন যাতে চাহিদা অনুযায়ী রক্তের জোগান পাওয়া সম্ভব হয়।এছাড়া নানা কর্মকান্ডের মধ্যো দিয়ে তেনারা বৃহত্তর সামাজিক কাজে নিয়োজিত হবেন।

ইতিমধ্যে করোনা পরবর্তী লকডাউনে কর্মহীন অসহায় সম্বলহীন প্রায় ১০০০ পরিবারকে বহুদিন আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসাবে তুলে দিয়েছেন।আগামী দিনেও তাদের পাশে এগিয়ে যাবেন।কিছু দিনের মধ্যে বিরাট এক বৃক্ষ রোপন কর্মসূচীর পরিকল্পনাও গ্রহণ করেছেন।এই কর্মসূচীতে প্রায় ৫০০ গাছ বিভিন্ন জায়গায় তারা লাগাবেন।

এছাড়া অপর এক শিক্ষক নির্ঝর কুন্ডু জানালেন তারা ছাত্রছাত্রীদের কেবল বইয়ের শিক্ষায় শিক্ষিত না করে জীবনমুখী শিক্ষার উপর জোর দেবেন।সামাজের হিতকর কর্মকান্ডে জড়াতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে চলবেন।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশান অফ ভলেন্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশন পশ্চিমবঙগ শাখার সম্পাদক মাননীয় কবি ঘোষ এবং উপস্থিত ছিলেন সহ সম্পাদক রাজেশ পালিত।এই অনুষ্ঠানের সূচনাতেই তিনি মহান হুল দিবসের তাৎপর্য উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সামনে তুলে ধরেন,গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সাম্প্রতিক চিন সীমান্তে দেশের জন্য অাত্ম বলিদান দেওয়া ২০ জন বীর শহিদের প্রতি। ধন্যবাদ দেন উদ্যোক্তা এই শিক্ষক সংগঠনকে,ধন্যবাদ দেন রক্তদাতাদের।

করোনা পরবর্তী ভয়ের বাতাবরণে যেভাবে শিক্ষকসম্প্রদায় এগিয়ে এসে জনহিতকর এই রক্তদান কর্মসূচীতে যোগ দিলেন তারজন্য সংগঠনের তরফ থেকেও সবাই কে ধন্যবাদ জানানো হয়েছে।