আজ শেষদিন আনলক ১ এর। আগামীকাল থেকে শুরু হচ্ছে আনলক ২। ইতিমধ্যেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গতকালই আনলক ২ সম্পর্কিত নির্দেশিকা জারি করেছেন। কি কি খুলছে আর কি কি খুলছে না তা জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই আজ বিকেল চারটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা কালে প্রয়োজনীয় সকল বিধি মনে করে দেন  তিনি। 


একনজরে দেখে নিন কি কি বললেন তিনি-  
  • করোনায় মৃত্যুতে অন্য দেশের তুলনায় ভাল জায়গায় ভারত’
  • ‘সঠিক সময়ে লকডাউন কার্যকরের সুফল মিলেছে’
  • ‘আনলক ১ কার্যকর হওয়ার পর সুরক্ষা বিধি অমান্য’
  • ‘অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে’
  • ‘লকডাউনের সময় কড়াভাবে নিয়ম পালন করা হয়েছে’
  • ‘কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে’
  • ‘কনটেনমেন্ট জোনে নিয়ম ভাঙলেই আটকাতে হবে’
  • ‘ভারতেও স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে’
  • ‘এটা ১৩০ কোটি ভারতবাসীর জীবন রক্ষার বিষয়’
  • ‘গ্রাম হোক, বা শহর কোথাও কেউ নিয়মের উপরে নয়’
  • ‘এমন অবস্থা যেন না হয়, যাতে গরিবের উনুনে আগুন জ্বলবে না’
  • ‘এতবড় দেশে যেন কোনও গরিব না খেতে পায়’
  • ‘গরিব কল্যাণ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে’
  • ‘৯ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি জমা’
  • ‘গ্রামে শ্রমিকদের কাজের জন্য প্রকল্পে ৫০ হাজার কোটি বরাদ্দ’
  • ‘৮০ কোটি মানুষকে বিনামূল্যে ৩ মাসের রেশন দেওয়া হয়েছে’
  • ‘বর্ষার সময় কৃষিক্ষেত্রে বেশি কাজ হয়’
  • ‘জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুমেরও শুরু’
  • ‘উৎসবের সময় প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে’
  • ‘নভেম্বরের শেষ পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন’ ---
  • ‘প্রত্যেক পরিবারকে প্রতি মাসে ১ কেজি করে ছোলা’
  • ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন’
  • ‘এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ’
  • ‘দেশের সৎ আয়করদাতাদের ধন্যবাদ’
  • ‘মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল, ৫ কেজি গম’
শুনুন প্রধানমন্ত্রীর ভাষণ-