প্রয়াত হলেন বাঁহাতি স্পিনার রাজিন্দর গোয়েল। ৭৭ বছর বয়সে স্ত্রী ও পুত্র নীতিন গোয়েলকে ছেড়ে চলে গেলেন। 

ঘরোয়া ক্রিকেটে অভূতপূর্ব সমস্ত রেকর্ড রয়েছে গোয়েলের সাফল্যের ঝুলিতে। তাই ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বলা হতো তাঁকে। হরিয়ানার প্রতিনিধিত্ব করতেন। খেলেছেন উত্তরাঞ্চলের হয়েও।

১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৫০ উইকেট! পাশাপাশি ৮টি লিস্ট এ ম্যাচে ১৪টি উইকেট। কোনওদিন জাতীয় দলে খেলা হয়নি গোয়েলের। ঢাকা পড়েছেন কিংবদন্তি বিষাণ সিংহ বেদীর ছায়ায়।

১৯৫৮-৫৯ থেকে ১৯৮৪-৮৫ মরসুম পর্যন্ত টানা খেলেছেন গোয়েল। বেদী বাদ পড়ায় ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তবে সেই ম্যাচেও খেলার সুযোগ হয়নি। তিনি দ্বাদশ ক্রিকেটার ছিলেন। প্রথম একাদশে সুযোগ পাননি।
 
গোয়েলের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।