দিনহাটা পৌরসভার ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিদায়ী পৌরসভার বিভিন্ন ব্যয় বরাদ্দ ও সার্বিক খরচের হিসাব সম্বলিত শ্বেতপত্র প্রকাশ সহ ৭ দফা দাবীতে দিনহাটা পৌরসভায় ডেপুটেশন দিলো দিনহাটা সিপি আই এম এড়িয়া কমিটি ।  পৌর প্রশাসক উদয়ন গুহর কাছে দাবীপত্র তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ তারাপদ বর্মন, শুভ্রালোক দাস, এরিয়া সম্পাদক দেবাশিস দেব, প্রবীর পাল প্রমুখ নেতৃত্ব।

শুভ্রালোক দাস জানান- "COVID-19 মহামারীর সময়কালে ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলো ও কেন্দ্রীয় ঔষধাগার টানা দুই মাস বন্ধ ছিল কিন্তু State Urban Development Agency (সুডা) প্রদত্ত পৌরসভার হেলথ অফিসার মাসে ৪০,০০০ টাকার উপর বেতন সংগ্রহ করেছেন। এছাড়া জল এবং নিকাশি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পৌর পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পৌর বোর্ড। যদি  দ্রুত পৌর পরিষেবা স্বাভাবিক না হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।" 

আজকে দাবীপত্রে জানানো হয়-

১)হাউজিং ফর অল প্রকল্প- 
ক) এই প্রকল্পে নির্মিয়মান বাড়ির বেনিফিশিয়ারি দের বিভিন্ন ধাপে আটকে থাকা টাকা দ্রুত প্রদান করতে হবে।
খ) এই প্রকল্পের আওতায় এখনো যে সকল গরীব মানুষ ঘর পায়নি তাদের প্রকল্পের আওতায় আনতে ওয়ার্ডে ওয়ার্ডে সর্ব দলীয় নাগরিক কমিটি গড়ে সার্ভে করা হোক।

গ) নতুন হাউজিং ফর অল প্রকল্পে বেনিফিশিয়ারি দের কাছ থেকে অতিরিক্ত ২০০০০ টাকা নেওয়া চলবে না। এই প্রকল্পে এখন পর্যন্ত যারা ২০,০০০ টাকা দিয়েছেন তাদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।

২) ওয়ার্ডে ওয়ার্ডে পানীয় জলের অপর্যাপ্ত সাপ্লাই নিয়ে পৌরসভা ও পি এইচ মধ্যে দড়ি টানাটানি বন্ধ করে স্থায়ী সমস্যা সমাধান করতে হবে। রাস্তার টাইম কলের সংস্কারের পাশাপাশি বাড়ি বাড়ি জলের সংযোগ অবিলম্বে দিতে হবে।

৩) দিনহাটা শহরে অপরিকল্পিত নিকাশি নালায় জল ও বিভিন্ন বর্জ্য পদার্থ আটকে থাকা অস্বাস্থ্যকর পরিবেশে মশার আঁতুড়ঘর হলে উঠেছে। যা ডেঙ্গি সহ মশা বাহিত রোগের ছাড়তে পারে। অবিলম্বে নিকাশি নালা পরিস্কার, নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও বিভিন্ন জায়গায় ভাঙ্গা কালভার্টের সংস্কার করতে হবে।


৪) COVID-19 মহামারীর সময়কালে ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলো ও কেন্দ্রীয় ঔষধাগার টানা দুই মাস বন্ধ ছিল কিন্তু State Urban Development Agency (সুডা) প্রদত্ত পৌরসভার হেলথ অফিসার মাসে ৪০,০০০ টাকার উপর বেতন সংগ্রহ করেছেন। এই সময়কালে পৌরসভার জনস্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো ভেঙ্গে পড়েছে ও শহরে আসা গাড়িগুলো স্যানিটাইজের কথা বলা হলেও তা হয়নি, শুধু প্রচার সর্বস্বতা গ্রাস করেছে। অবিলম্বে ওয়ার্ডে ওয়ার্ডে স্যানিটাইজ ও পৌর চিকিৎসককে প্রতিটি ওয়ার্ডে হেলথ চেক আপে যেতে হবে। গরিব মানুষদের বিনামূল্যে স্যানিটাইজার ও মাস্ক দিতে হবে। COVID-19 মহামারীর মোকাবিলায় সর্বদলীয় মিটিং করতে হবে।

৫) দিনহাটা পৌরসভার ২ নং ও ৮ নং ওয়ার্ডে সঙ্কিন রাজনৈতিক উদ্দেশ্যে মনোনীত কোঅর্ডিনেটরদের বাতিল করে বিদায়ী কাউন্সিলরদের মনোনয়ন দিতে হবে।

৬) ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বিদায়ী পৌরসভার বিভিন্ন প্রকল্পের ব্যয় বরাদ্দ ও সার্বিক খরচের হিসাব সম্বলিত শ্বেত পত্র প্রকাশ করা হোক।

৭) দিনহাটার সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পৌরসভা চাইলে আমাদের রেড ভলেন্টিয়াররা পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এই সব দাবীতে দিনহাটা পৌরসভাতে ডেপুটেশন দিল CPIM দিনহাটা এরিয়া কমিটি ।