ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের আবাসতলি এলাকার ঘটনা। 

প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের আবাসতলী এলাকায়।

জানা যায়, শিশু রায় নামে ওই যুবকের বাড়ি সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের ছোট দোমহনি এলাকায়। আবাসতলী এলাকার একটি মেয়ের সাথে ওই যুবকের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে এমনটাই দাবি ধর্নায় বসা ওই যুবকের।   

মেসেজেও নিয়মিত তারা কথা বলতো। এদিন ওই মেয়েটির সঙ্গে ছেলেটির এসএমএসে কথা হয় বলে জানা যায়। এরপর ওই যুবক মেয়েটির সঙ্গে দেখা করতে এলে পরিবারের লোকজন হাতেনাতে ধরে ফেলে। এরপর মেয়ের পরিবারের লোকেরা মারধর করে বলে অভিযোগ ওই যুবকের। 

সাথে তার হাতের মোবাইল ফোনটিও ভেঙে চুরমার করে দেয়। পরে ওই যুবক তার ভালোবাসা ফিরে পেতে মেয়েটির বাড়ির সামনে ধর্নায় বসে।

খবর জানাজানি হতেই শুরু হয় বহু মানুষ ভীড় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ।

বিস্তারিত ভিডিওতে-