Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ১২


বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে আজ এক ভয়াবহ  লঞ্চ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে। 

স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ‘মর্নিং বার্ড’ নামে অন্য আরেকটি লঞ্চ ডুবে যায়। সকাল পৌনে ৮টা নাগাদ মর্নিং বার্ড লঞ্চটি প্রায় ৫০ জনের বেশি যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নদীর মাঝে পথে ফরাশগঞ্জ এলাকায় ‘ময়ূর-২’ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।

জানা গেছে, কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামতের কাজ শেষ করে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। 

লঞ্চডুবির ঘটনার পর পরে বুড়িগঙ্গা নদী থেকে একটার পর একটা লাশ তুলেই চলেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। সোমবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাকি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code