আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার এই বিষয়ে জানা উচিত। বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক এর তরফে একটি টুইট করে জানানো হয়েছে, আগামী ২১শে জুন ষ্টেট ব্যাঙ্কের অনলাইন পরিষেবা বন্ধ থাকবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘ব্যাঙ্ক তাদের কিছু অ্যাপ্লিকেশনের জন্য নতুন এনভায়রনমেন্ট লাগু করতে চলেছে ৷ এর জন্য ২১ জুন ব্যাঙ্কের অনলাইন পরিষেবায় সমস্যা হতে পারে ৷’ গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন তাই ব্যাঙ্কের তরফে আগে থেকেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হল৷
কয়েকদিন আগেই স্টেট ব্যাঙ্কের প্ল্যাটফর্মে লেনদেন করতে সমস্যার মুখে পড়তে হয়েছিল গ্রাহকদের ৷ গত ১২ ও ১৩ই জুন স্টেট বাংকের অনলাইন কাজকর্মে অসুবিধা হয়েছিল , এনিয়ে বেশ কিছু অভিযোগ পড়েছিল। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে।
Our online services may not be accessible on 21st June as we will be deploying a new environment for some of our applications. We request our customers to plan accordingly to avoid being inconvenienced. #ImportantNotice #SBI pic.twitter.com/nKQBuaZYgt— State Bank of India (@TheOfficialSBI) June 18, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊